যে ৮ টি খাবার দূর করবে দেহ থেকে ক্ষতিকর টক্সিন
আমাদের নিজেদের ভুলেই আমাদের দেহে প্রবেশ করে নানা ক্ষতিকর টক্সিক উপাদান। যা ধীরে ধীরে নষ্ট করে দেয় আমাদের কিডনি, লিভার ও হার্ট। এর প্রভাব পড়ে আমাদের পুরো দেহের ওপর। বাজে খাদ্যাভ্যাস, অনিয়মিত ঘুম এবং দেহের সঠিক পরিচর্যা না করার ফলে আমাদের দেহে প্রবেশ করে টক্সিন। ভালো খাদ্যাভ্যাসের কারণে এই টক্সিন দেহ থেকে দূর করা সম্ভব। কিন্তু আমরা বেশীরভাগ সময়েই খাবার নিয়ে অনেক বেশি অবহেলা করে থাকি। ফলে এই টক্সিন দূর করা সম্ভব হয় না এবং আমাদের দেহের ক্ষতি হয়। তাই আমাদের নিজেদের সুরক্ষায় সচেতন হতে হবে...
Posted Under : Health Tips
Viewed#: 393
আরও দেখুন.

